শীতে বিপর্যস্ত নাটোরের জনজীবন

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
উত্তরের কনকনে ঠান্ডা হাওয়াসহ তীব্র শীতে নাটোরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত এক সপ্তাহ ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। তীব্র শীতের হাত থেকে একটু আরাম পেতে মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছে।

ঘন কুয়াশায় ঢেঁকে থাকছে বেলা ১২ টা পর্যন্ত। পড়ে একটু হাল্কা হলেও আবার বিকেল হতে না হতেই কুয়াশা নেমে আসছে। রাত থেকে সকাল ৮ টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির মত কুয়াশা পড়ছে। শীতে নাজেহাল হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। চায়ের ষ্টলগুলোতে মানুষের ভীড় লেগেই থাকছে। সন্ধ্যা নেমে আসতেই শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ছে।

তীব্র শীতে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে শিশুর সংখ্যা বেশী। নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আবুল কালাম আজাদ জানান, গত এক সপ্তাহে ১৮ জন শিশু শীতজনিত নানা রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

নিম্ন ও মধ্যবিত্ত মানুষ গরম কাপড় কিনতে ছুটছে ফুটপাথের দোকানগুলোতে। ঘন কুয়াশার কারণে চৈতালী ফসলের ক্ষতির আশংকা করছে কৃষকরা।

  •  
  •  
  •  
  •  
ad0.3