যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
বুধবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগার যুবারা। এর আগেই তাহলে কিভাবে ফাইনালে গেল আকবর আলীর দল? আসলে টাইগারদের ফাইনালে দেখছেন সাবেক ইংলিশ ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার অ্যালান উইলকিনস।
অ্যালান মনে করেন, ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফেবারিট হিসেবেই নামবে বাংলাদেশ। টাইগার যুবাদের হারানোর শক্তি নেই কিউই যুবাদের। ফলে খুব সহজেই ফাইনালে চলে যাবে আকবর আলীর দল।

মূলত টাইগারদের খেলার ধরণ দেখেই এমন মন্তব্য করেছেন উইলকিনস। পচেস্টফ্রুমে যে মাঠে প্রোটিয়াদের বড় ব্যবধানে হারিয়েছে সে মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর ম্যাচ বিশ্লেষণ করার সময় টাইগার যুবাদের ফাইনালে যাওয়ার ব্যাপারে কথা বলেন অ্যালান।

এই ধারাভাষ্যকার বলেন, ‘বাংলাদেশ খুবই ভালো এক দল। তাদের ফাইনালে যাওয়ার সব ধরণের সুযোগ দেখছি আমি। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের দর্শকদের জন্য দুঃখিত আমি। কারণ বাংলাদেশকে সেমিফাইনালে তারা হারাতে পারবে না। বাংলাদেশ দলে অনেক বেশি বৈচিত্র্য, দলে ভালো ব্যাকআপ ক্রিকেটারও অনেক।’

বাংলাদেশের বোলিং লাইন আপে বড় শক্তি ১৭ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান। কোয়ার্টার ফাইনালে তিনি একাই ১৯ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। এছাড়া গ্রুপ পর্বের এক ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। তবে উইলকিনসের মতে, শুধু রাকিবুল না বাংলাদেশ দলে আরো অনেক শক্তির জায়গা আছে।

উইলকিনস যোগ করেন, ‘যদি রাকিবুল না পারে তাদের দলে অন্য ক্রিকেটার আছে। দ্বিতীয়জন না পারলে তৃতীয় কেউ দায়িত্ব নিয়ে দেবে। তারা দারুণ কিছু পেস বোলার পেয়েছে। তাছাড়া যেভাবে তারা ব্যাটিং করে। সব মিলিয়ে পরিপূর্ণ এক দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। আমার মনে হয় না, বাংলাদেশকে হারানোর মতো যথেষ্ঠ শক্তি নিউজিল্যান্ডের আছে।’

এর আগে গত বছর নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল টাইগার যুবারা। সেখানে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই জয়গুলো সেমিফাইনালেও দলের আত্মবিশ্বাস যোগাবে এটা নিশ্চিত।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: