১০ম বর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়

ববি প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে বেলস পার্কের জনসভায় বরিশালে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরই অগ্রযাত্রায় ১০ম বর্ষে পদার্পণ করেছে দক্ষিণবঙ্গের এই বাতিঘর।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নেয়া হয়েছে নানান কর্মসূচি। সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধনের পর আনন্দ শোভাযাত্রা বের হওয়ার মধ্য দিয়ে প্রথম পর্ব শুরু হবে।

এ ছাড়া সকাল ১১টায় নবীনবরণ ও আলোচনাসভা হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: