ফরিদপুরে হঠাৎ শিলা বৃষ্টি: পেঁয়াজের ব্যাপক ক্ষতি

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় হঠাৎ শিলা বৃষ্টিতে পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া গম, মশুরী, সরিষাসহ অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে। আর মাত্র ১৫-২০ দিন পরই মাঠ ভরা পেঁয়াজ ঘরে তোলার প্রস্তুতি ছিল কৃষকদের। সেই স্বপ্ন চুরমার করে দিল শিলাবৃষ্টি। এতে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার পেঁয়াজ চাষীরা।

মঙ্গলবার ভোরে হঠাৎ করে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১৫ মিনিটের শিলা বৃষ্টিতে উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামে আবাদি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর এতে উপজেলার মোট ৭ হাজার ৩৯৫ হেক্টর জমিতে আবাদ করা পেঁয়াজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

সরেজমিনে পেঁয়াজের কয়েকটি মাঠ ঘুরে দেখা যায়, শিলাবৃষ্টির আঘাতে পেঁয়াজের গাছ নেতিয়ে মাটির সঙ্গে মিশে আছে। এ ছাড়াও রবি শষ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টিতে কয়েক হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে বলে দাবি করেন উপজেলার একাধিক কৃষক। এরই মধ্যে ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠে নেমেছে উপজেলা কৃষি অফিস।

উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের কৃষক আলমগীর মোল্যা বলেন, শিলা বৃষ্টিতে তার সাড়ে তিন বিঘা জমির পেঁয়াজ সম্পূর্ণ নষ্ট হয়েছে। এতে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

শহীদনগর ইউনিয়নের আরেক কৃষক ওবায়দুর জানান, তার দানার পেঁয়াজ ও চারার পেঁয়াজের আবাদ সম্পূর্ণ বিনষ্ট হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ মোহাম্মদ বিন ইয়ামিন বলেন, হঠাৎ শিলা বৃষ্টিতে রবি শষ্যসহ উপজেলায় প্রায় ১৫০ হেক্টর জমির পেঁয়াজ আবাদের ক্ষতি হয়েছে। এতে কৃষকরা যে লোকসানের মুখে পড়বেন তা কাটিয়ে ওঠা কষ্টকর।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: