করোনা শনাক্তকরণ কিট উৎপাদনের অনুমোদন পেল গণস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস শনাক্ত করার কিট উৎপাদনের অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজ দুপুরে আমরা সরকারের অনুমোদন পেয়েছি। আগামী ১ সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য থেকে কাঁচামাল দেশে পৌঁছাবে। আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা কিট উৎপাদনে যাব।’

তিনি আরও বলেন, ‘কিট উৎপাদনের কাঁচামাল চীনের কাছেও আছে। তবে চীন বাণিজ্যিকভাবে কিট উৎপাদনের জন্যে কাঁচামাল বিক্রি করবে না বলে জানিয়েছে।’

‘আশা করছি, গণস্বাস্থ্য কেন্দ্র উৎপাদন শুরু করলে দেশে কিট নিয়ে কোনো সঙ্কট থাকবে না,’ যোগ করেন তিনি।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: