নতুন উদ্ভাবিত রসুন বারি-১, ফলন হবে তিনগুণ

মাগুরা প্রতিনিধি:

নতুন উদ্ভাবিত রসুন বারি-১, ফলন হবে তিনগুণেরও বেশী। এমনি একটি নতুন জাতের রসুন কৃষক পর্যায়ে উৎপাদন করেছে মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র।

মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের তথ্যমতে, তাদের উদ্ভাবিত এই রসুনের জাতটি কৃষক পর্যায়ে সফলভাবে চাষ করা হয়েছে। এই উচ্চফলনশীল রসুন চাষ করে চাষিরা প্রচলিত অন্যান্য রসুনের থেকে তিনগুণেরও বেশী ফলন পেয়েছেন।

চাষিরা জানিয়েছেন অন্য জাতের রসুন চাষ করে প্রতি শতকে পাওয়া যায় ১২-১৫ কেজি রসুন কিন্তু বারি-১ জাতের রসুন চাষ করে তারা পেয়েছেন ৫০-৬০ কেজি রসুন। এছাড়াও এই রসুনের চাষাবাদ অত্যন্ত সহজ ও কম সম্পন্ন।

ইতোমধ্যেই অনেক চাষিই মাগুরা মসলা কেন্দ্রে বীজ কেনার জন্য ভীড় জমাচ্ছেন। প্রতিদিন অনেক চাষি এই রসুনের বীজ কেনার জন্য আসছেন। আগামীতে এই রসুনের ব্যাপক ফলন হবে বলে আশাবাদী কর্মকর্তারা।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল আমিন বলেন, বারি-১ জাতের রসুন উচ্চ ফলনশীল। এর গুণগত মানও ভালো, যে কারণে এ চাষটি সম্প্রসারণ করার জন্য তারা কৃষকদের পরামর্শ ও সহায়তা প্রদান করে যাচ্ছেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: