সিকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৬ পালিত হয়েছে।

সিকৃবির প্রশাসনিক ভবনের সামনে হতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলমের উপস্থিতিতে প্রভাতফেরী শুরু হয়ে শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, ছাত্রলীগ শাখার নেতাকর্মী, কর্মচারীরা অংশগ্রহন করেন।

এরপর ভাইস-চ্যান্সেলর শহিদবেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর এরপর শহীদের স্মৃতিতে শ্রদ্ধানিবেদন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, জাতীয় দিবস উদযাপন কমিটি, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, প্রক্টর কার্যালয়, শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ,ছাত্রলীগের কেন্দ্রীয় ও হল শাখা, সকল অনুষদীয় ছাত্রসমিতি, বিনোদন সংঘ,কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘ, সাদা দল, সাংবাদিক সমিতি,আঞ্চলিক সমিতি, বাঁধন, একুশ, অফিসার্স পরিষদ, কর্মচারী পরিষদ ও বিভিন্ন আবাসিক হলের পক্ষ হতে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

SAU BCL9

শহীদের স্মৃতিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

এরপর আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, জাতীয় দিবস উদযাপন কমিটি’র আহবায়ক প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল বাসেত, ছাত্রলীগ শাখা, কর্মকর্তা, কর্মচারী পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্যরা জাতীয় জীবনে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাতপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এরপর মাতৃভাষা দিবসের সাংস্কৃতিক উপস্থাপনা অনুষ্টিত হয়।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: