প্রদীপের আলোয় ভাস্বর সিকৃবি

সিকৃবি প্রতিনিধি:
প্রতিবছরের মত এবারও সহস্র-সহস্রাধিক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দীপাবলি উৎসব পালিত হয়েছে।

বরাবরের মতই প্রশাসনিক, একাডেমিক, আবাসিক ডর্মিটরীসহ বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে প্রদীপ জ্বালানো হয়।ক্যাম্পাসের ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের সামনে নির্মিত অস্থায়ী মন্ডপে পূজা করা হয়। সিকৃবি পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের লেইকে এসময় প্রদীপ ভেলা ভাসানো হয়।

এপরপর সংক্ষিপ্ত আলোচনে সভায় অংশ নেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ডাঃ জিতেন্দ্রনাথ অধিকারী, প্রফেসর ড.মিঠু চৌধুরী, প্রফেসর ড. জীবনকৃসাহা প্রমুখ।

উল্লেখ্য, সিকৃবিতে ১০ নভেম্বর দীপাবলি অনুষ্টিত হওয়ার কথা থাকলেও শাস্ত্রীয় বিধানমতে হওয়ায় তা ১১ নভেম্বর পালন করা হয়। রাম লঙ্কা জয় করে অযোদ্ধাতে ফিরে আসলে তখন থেকে প্রদীপ প্রজ্জ্বলনের নিয়ম প্রচলিত হয়ে আসছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: