পাকিস্তানে বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত পার্লামেন্ট ভবনের উদ্বোধন করা হয়েছে পাকিস্তানে। দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মঙ্গলবার এটির উদ্বোধন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নওয়াজ শরীফ বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত পার্লামেন্ট ভবন নির্মাণে স্পিকার এবং সিনেট চেয়ারম্যানের উদ্যোগের প্রশংসা করেন। এসময় তিনি বলেন, পার্লামেন্ট ভবনের সৌরশক্তি থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হবে।

নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানে বিদ্যুতের সংকট সব সময়ের। তবে সরকার ধারাবাহিকভাবে এ সমস্যা সমাধানের চেষ্টা করছে। পাকিস্তানের পার্লামেন্ট ভবনের জন্য সৌরশক্তিচালিত বিদ্যুৎ প্লান্ট স্থাপনের ঘোষণা দেওয়া হয় ২০১৪ সালে।

চীন সরকার এ খাতে ৫৫ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে। চীনের এ উদ্যোগের প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী। চলতি বছরের ২২ এপ্রিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ প্রকল্পের উদ্বোধন করেছিলেন।

সূত্র: www.desiblitz.com

  •  
  •  
  •  
  •  
ad0.3