পানামা খাল- ধ্বংস করা হলো ৯ টন মাদক

নিউজ ডেস্ক: পানামার পুলিশ শুক্রবার প্রায় ৯ টন মাদক ধ্বংস করেছে। এগুলোর অধিকাংশই কোকেন। চলতি বছরের এ পর্যন্ত এসব মাদক পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়। দেশটির কর্মকর্তারা একথা জানান। কঠোর নিরাপত্তায় পানামা সিটির উপকণ্ঠে ৬.৩ টন কোকেন, ২.৫ টন মারিজুয়ানা ও ৩.৮ কিলোগ্রাম (৮ পাউন্ড) হেরোইন পুড়িয়ে ধ্বংস করা হয়। পুলিশ কর্মকর্তা ম্যানুয়েল বোনোমে সাংবাদিকদের বলেন, এসব মাদক ধ্বংস দেশটিতে মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর স্বক্ষমতাকেই তুলে ধরল। দক্ষিণ আমেরিকা থেকে মধ্য আমেরিকায় মাদক মজুদের পর এসব মাদক যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রধান মাদক বাজারগুলোতে পাচার করা হয়। খবর-বাসস।

  •  
  •  
  •  
  •  
ad0.3