বশেমুরবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ২১ জন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ২১ ভর্তিচ্ছু ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছে।

রবিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষায় মোট ১,৪৩০ আসনের বিপরীতে ৩০,১৯০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সেই হিসেবে প্রতি ২১ জনের মধ্যে একজন ভর্তিচ্ছু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ভর্তির জন্য আবেদন করেছেন ৩০ হাজার ১৯০ জন শিক্ষার্থী । ইউনিট অনুযায়ী ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ‘এ’ ইউনিটে ১৪০ আসনের বিপরীতে ৫ হাজার ৫১৬ জন। ‘বি’ ইউনিটে ১৯০ আসনের বিপরীতে ২ হাজার ৮৩৫ জন। ‘সি’ ইউনিটে ২৬০ আসনের বিপরীতে ৭ হাজার ৭২৪ জন। ‘ডি’ ইউনিটে ১৬০ আসনের বিপরীতে ২ হাজার ৭৪৯ জন। ‘ই’ ইউনিটে ৩৪০ আসনের বিপরীতে ৬ হাজার ৩২৬ জন। ‘এফ’ ইউনিটে ২৪০ আসনের বিপরীতে ৪ হাজার ৮২৭ জন। ‘জি’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে ৩ হাজার ২৫৬ জন ভর্তির জন্য আবেদন করেছেন।

ভর্তি কমিটির তথ্যমতে, ‌‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর। ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৩ ডিসেম্বর। এছাড়া ‘ই’, ‘এফ’ ও ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: