তুরস্ক সীমান্তে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়া-তুরস্ক সীমান্ত এলাকার কিলি শহরের কাছে চারটি রকেট হামলা চালানো হয়েছে। ঘটনায় নিহত হয়েছে ১জন ও আহত ২৬ জন। সিরিয়া থেকে হামলা চালানো হলেও কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে আইএস এই হামলা চালিয়েছে।

স্থানীয় সময় রবিবার একটি বাড়িতেই দুইটি রকেট এসে পড়ে বলে জানানো হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরায় প্রকাশিত সংবাদে। ঘটনার জেরে তুরস্ক সেনাবাহিনী সীমান্ত অঞ্চলে পাল্টা গুলি চালিয়েছে। একই দিন আরও এক রকেট হামলায় ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। পরের হামলাটি করা হয় একটি মসজিদে।

খবরে বলা হয়, মসজিদটি গভর্নর অফিসের ঠিক ১০০ মিটারের মধ্যেই অবস্থিত।

উপ-প্রধানমন্ত্রী ইয়ালসিন আকদোয়ান আলজাজিরাকে বলেন, ‘আমি জনগণকে শান্ত থাকতে বলবো। সব ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। দুঃখজনকভাবে সীমান্তের ওপারে কথা বলার মত কোনো অভিভাবক নেই।’

সোমবার মন্ত্রিসভার বৈঠকে তাদের কর্মসূচি জানানো হবে বলে জানিয়েছে আকদোয়ান।

উল্লেখ্য, রকেট হামলার লক্ষ্যবস্তু কিলি শহরে সিরিয়া থেকে আগত লক্ষাধিক শরণার্থী আশ্রয় নিয়েছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: