ফিলিপাইনে আইএসের হাতে অপহরণকৃতদের হত্যার হুমকি

আন্তর্জাতি ডেস্ক:

ফিলিপাইনে অপহৃত তিন বন্দিকে ছাড়ার বিনিময়ে দাবিকৃত চাঁদা না দিলে তাদের হত্যা করা হবে বলে এক ভিডিও বার্তায় হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। কানাডার এক নাগরিককে হত্যার এক সপ্তাহ পর আইএস এ হুমকি দিলো বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

ওই ভিডিও বার্তায় দেখা যায়, নরওয়ে এবং ফিলিপাইনের ওই নাগরিকদের ছয়জন জঙ্গি ঘেরাও করে দাঁড়িয়ে আছে এবং তাদের ছাড়ার বিনিময়ে অর্থ মুক্তিপন দাবি করা হয়েছে।

বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতা নজরদারি করা যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট সাইট ইন্টিলিজেন্সে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

গত সেপ্টেম্বরে দক্ষিণ ফিলিপাইনের দাভাওতে চারজনকে অপহরণ করে আইএস সদস্যরা। গত সপ্তাহে তাদের মধ্যকার একজন কানাডিয়ান নাগরিক জন রিডসডেলকে হত্যা করে তারা।

তাকে হত্যার আগে আইএস সদস্যরা তার বিনিময়ে ৪.৩ মিলিয়ন ডলার মুক্তিপন দাবি করে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওই হত্যার নিন্দা জানিয়ে বলেন, কানাডা কখনোই অপহরণকারীদের দাবি মেনে নিয়ে তাদের হাতে ক্ষতিপূরণ দিবে না।

সর্বশেষ ভিডিওটিতে মুখোশ পরা এক আইএস সদস্য বলেন, মুক্তিপন নিয়ে আবারও গড়িমসি করলে বাকি তিনজন বন্দিকে হত্যা করা হবে।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: