আব্দুল হকের দিন বদল সবজি চাষে

ঝালকাঠি ডেস্ক:

সবজি চাষে আব্দুল হকের দিন বদল হয়েছে। তিনি ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান গ্রামের বাসিন্দা। আগে থেকেই এই অঞ্চলে বিভিন্ন প্রকারের সবজির চাষ হয়ে আসছে। চলতি মৌসুমে শীতকালীন সবজি চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন এই অঞ্চলের চাষিরা। এদের মধ্যে একজন হলেন আব্দুল হক তালুকদার।

আব্দুল হক বলেন, আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্যই মূলত সবজির চাষ করি। স্থানীয় বাজারে শীতকালীন সবজির চাহিদা থাকায় শীতকালীন সবজির চাষে আগ্রহী হয়ে উঠি। শুরুতেই অন্য লোকের জমিতে কাজ করে ২ বিঘা জমি নিয়ে পরীক্ষামূলকভাবে সবজির চাষ শুরু করি। এই মৌসুমে ফুলকপি, বাঁধাকপি, শসা, পেঁপে, কুমড়া, মুলা, লাল শাক, ঢেঁড়সসহ বিভিন্ন সবিজির চাষ করি। দামও বেশ ভাল পাই।

স্থানীয়রা জানান, আব্দুল হকের সবজি চাষ দেখে অনেকেই সবজি চাষে আগ্রহী হয়েছেন। তার কাছ থেকে সবজি চাষের ব্যাপারে নিচ্ছেন বিভিন্ন ধরণের পরামর্শ। সবকিছু ঠিক থাকলে লাভের আশা করছেন তিনি।

আব্দুল হক জানান, কৃষি অধিদপ্তর থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ পেলে কৃষকেরা আরও বেশি লাভবান হতে পারবেন। আগামীতে আরও বেশি পরিমাণ জমিতে সবজি চাষের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: