মেক্সিকো ৩৩ লাখ টন গম উৎপাদন করবে

নিউজ ডেস্কঃ

এবারের মৌসুমে মেক্সিকোয় গম উৎপাদনের জন্য চমত্কার আবহাওয়া বজায় রয়েছে। ক্ষেতগুলোয় পানি সেচ নিয়েও কোনো সমস্যা তৈরি হয়েছে। পারিপার্শ্বিক অবস্থা অনুকূল থাকায় ২০১৯-২০ মৌসুমে দেশটিতে কৃষিপণ্যটির বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০১৯-২০ মৌসুমে মেক্সিকোয় গমের সম্মিলিত উৎপাদন প্রায় ৩৩ লাখ টনে উন্নীত হতে পারে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম ও এগ্রিমানি।

ইউএসডিএর পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া অনুকূল থাকায় ২০১৯-২০ মৌসুমে মেক্সিকোয় সব মিলিয়ে ৩২ লাখ ৭০ হাজার টন গম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে ২০২০-২১ মৌসুমে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন কমে দাঁড়াতে পারে ৩০ লাখ ৫০ হাজার টনে।

নভেল করোনাভাইরাসের মহামারীর ধাক্কায় মেক্সিকোয় গমের বেচাকেনা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে লকডাউনে রেস্তোরাঁ ও বেকারিগুলো টানা বন্ধ থাকায় গমের বেচাকেনা কমেছে প্রায় ৩০ শতাংশ। এখন রেস্তোরাঁ ও বেকারিগুলো খুলেছে। এর পরও বছরের বাকি সময়ে মেক্সিকোয় গমের বেচাকেনা বর্তমানের তুলনায় সর্বোচ্চ ১৫ শতাংশ বাড়তে পারে।

মহামারীর সময় একদিকে বেচাকেনায় মন্দা ভাব, অন্যদিকে বাম্পার ফলনের জের ধরে ২০১৯-২০ মৌসুমে মেক্সিকোয় গমের দাম তুলনামূলক কমে আসতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। অভ্যন্তরীণ বাজারে বেচাকেনা বাড়ানো সম্ভব না হলে কৃষিপণ্যটির রফতানি বাড়াতে মনোযোগ দিতে পারে দেশটি। ফলে মেক্সিকো থেকে তুলনামূলক কম দামে গম আমদানির সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে।

এদিকে ২০১৯-২০ মৌসুমে মেক্সিকোয় সব মিলিয়ে ২ কোটি ৭৬ লাখ টন ভুট্টা উৎপাদনের সম্ভাবনার কথা জানিয়েছে ইউএসডিএ, যা আগের মৌসুমের তুলনায় ১১ লাখ টন কম। তবে পরবর্তী মৌসুমে দেশটিতে কৃষিপণ্যটির সম্মিলিত উৎপাদন বেড়ে দাঁড়াতে পারে ২ কোটি ৮০ লাখ টনে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মেক্সিকোয় ভুট্টা উৎপাদন বাড়তে পারে চার লাখ টন।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: