লিচু গাছে আম! কৃষি কর্মকর্তা বললেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই!

নিউজ ডেস্কঃ কথায় আছে “আম গাছে কোনদিন জাম ধরে না” কিন্তু এবার ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম ধরার খবর পাওয়া গেছে। সদর উপজেলার ছোটবালিয়া সিংগিয়া কোলনীপাড়া গ্রামের একটি লিচু গাছে একটি আম ধরেছে বলে রোববার গাছের মালিক ও স্থানীয়রা জানিয়েছেন।

গাছের মালিকের নাম আব্দুর রহমান। তিনি জানান, তিনি ৫ বছর আগে পার্শ্ববর্তী বাজার থেকে লিচু গাছের চারা কিনে তার বসৎভিটার পাশে রোপণ করেছিলেন। গত বছর থেকে সে গাছে লিচুর ফলন শুরু হয়েছে। এবার লিচু গাছে আশানুরুপ মুকুল এসেছে। রবিবার সকালে তার নাতি বেলাল হোসেন (১২) সেই লিচু গাছের পাশে লেবু তুলতে গিয়ে লিচুর গাছের ডালে অনেক লিচুর কুড়ির সাথে একটি আমের কুড়ি দেখে চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে ডাকাডাকি শুরু করে। সেইদৃশ্য দেখার জন্য মুহুর্তে সেখানে ভিড় লেগে যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা (প্রশিক্ষণ) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘লিচু গাছে আম ধরার বিষয়টি একটি ব্যতিক্রম ঘটনা। এর কোনো বৈজ্ঞানিক কারণ বা ব্যাখ্যা নেই।’

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু হোসেন বলেন, ‘লিচুর গাছে আম ধরেছে এটা শুনেছি। সেখানে উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাঠিয়েছি। তার ভাষ্যমতে লিচুর গাছে আম আকৃতির ফল ধরেছে। পরাগায়ন বা অন্য কোনো মাধ্যমে এটা হওয়ার কথা নয়। এখানে গবেষণার বিষয় রয়েছে।’

তবে লিচুর আকৃতির পরিবর্তন হয়ে এমন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এই কৃষি কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •  
ad0.3