হাবিপ্রবিতে কৃষি রসায়ন বিভাগের এমএস ডিফেন্স অনুষ্ঠিত

হাবিপ্রবি সংবাদদাতা:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের জানুয়ারি-জুন, ২০১৫ সেশনের এমএস ডিফেন্স বিশ্ববিদ্যালয়ের আইআরটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষি রসায়ন বিভাগের ১৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্রাজুয়েট অনুষদের ডীন অধ্যাপক ড. বলরাম রায়, বহিস্থ পরীক্ষক হিসেবে শেকৃবির অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার, বি.এস. অনুষদের ডীন এটিএম রেজাউল হক, অধ্যাপক ড. আব্দুল হামিদ, অধ্যাপক ভবেন্দ্র কুমার বিশ্বাস সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোঃ জাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি রসায়ন বিভাগের প্রভাষক সাজেদুর রহমান সাগর।

এতে দিনাজপুর অঞ্চলে ফসলের উপর শীতকালীন প্রভাব, সেচ ব্যবস্থা, এ অঞ্চলের বিভিন্ন স্তরের পানির গুণাগুণ ও পানিতে বিদ্যমান বিভিন্ন খনিজ পদার্থের উপর গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: