ধর্ষকদের ফাঁসির দাবিতে রাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দেশব্যাপী সংঘটিত ধর্ষণের প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইন্দ্রজিৎ কুমার, নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমামুল বাকের এপোলো, আইন বিভাগের শিক্ষার্থী আরিফ, উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী দেলোয়ার হোসেন সবুজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ধর্ষণ আজ একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। এর কারণ আমরা স্পষ্টভাবে দেখতে পাই। সারাদেশে অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু আমরা কখনো কোনো ঘটনার সুষ্ঠু বিচার পাইনি। কম সংখ্যক কিছু ধর্ষণের ঘটনার বিচার হলেও বেশিরভাগ ধর্ষণের ঘটনাগুলো আড়ালে থেকে যায়।

এভাবে একটা বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে দাবি করে বক্তারা বলেন, আমরা এ সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে ধর্ষকদের শাস্তি স্বরুপ ফাঁসির দাবি জানাচ্ছি।’

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: