শাবিতে ৪ দিনব্যাপী বিজ্ঞান উৎসব শুরু

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) চার দিনব্যাপী ‘বিজ্ঞান উৎসব-২০১৮’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’র উদ্যোগে আয়োজিত এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই উৎসব আগামী ২৭ এপ্রিল পর্যন্ত চলবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহম্মদ শফিকুল ইসলাম, গৌতম দেব, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং মো. আনোয়ার হোসেন প্রমুখ।

এ সময় মুহম্মদ জাফর ইকবাল বলেন, এই ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী শিক্ষার দিকে আগ্রহ বাড়াবে। ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’র এই ভিন্নধর্মী আয়োজন সত্যিই প্রশংসনীয়।

উল্লেখ্য, বিজ্ঞান উৎসবের প্রথম ও দ্বিতীয় দিন থাকবে কার্টুন, সায়েন্স ফিকশন মুভি ও মজার মজার পরীক্ষা প্রদর্শন, তৃতীয় দিন বিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বিজ্ঞান মেলা’ এবং শেষের দিন থাকবে ‘ফান ডে উইথ সায়েন্স’।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: