বাকৃবিতে ভেটেরিনারি অনুষদীয় গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদীয় নতুন গেটের ভিত্তিপ্রস্তরে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে অনুষদের প্রবেশ পথে ওই ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।

এর আগে ভেটেরিনারি অনুষদীয় মেডিসিন কনফারেন্স কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. প্রিয় মোহন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেটা লিমিটেডের এনিমেল হেলথ ডিভিশনের প্রধান মো. সিরাজুল হক, নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের উৎপাদন ও পরিকল্পনা বিভাগের জেনারেল ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম।

এসময় ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভেটেরিনারি অনুষদীয় প্রবেশ পথে প্রস্তাবিত ওই গেইটের নকশা করেছেন স্থপতি মঞ্জুরুল কবীর।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: