বাকৃবিতে ঈদের ছুটি ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত

বাকৃবি প্রতিনিধি:

পবিত্র রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৩১ মে শুক্রবার থেকে ৯ জুন রবিবার পর্যন্ত ১০দিনের ক্লাস ও অফিসসমূহের ছুটি ঘোষণা করেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ে হেলথ কেয়ার সেন্টার শুধুমাত্র ঈদের দিন ও ঈদের পরদিন বন্ধ থাকবে। এছাড়া খামার ব্যবস্থ্পানা শাখা, ডেয়রি ফার্ম, প্লোট্রি ফার্ম, কৃষিতত্ত্ব খামার, কৃষিতত্ত্ব ল্যবরেটরি, উদ্যানতত্ত্ব খামার, ফিশ ফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ এন্ড ওয়ার্কসপ, বোটানিক্যাল গার্ডেন, ভেটেরিনিারি টিচিং হাসপাতাল, ওয়েদার ইয়ার্ড, পাওয়ার হাউজ, পানি সরবরাহশাখা, যন্ত্র সংরক্ষণ শাখা এবং স্বাস্থ্য প্রতিষেধক শাখা নূন্যতম সংখ্যক কর্মচারি সাহয্যে চালু থাকবে।

প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, ০১ জুন শনিবার সকাল ১০টা থেকে ০৯ জুন রবিবার সকাল ১০টা পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: