ইবির ভর্তিযুদ্ধে প্রতি আসনে লড়বে ২৭ জন

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের জন্য লড়বে ২৭ জন শিক্ষার্থী।

আবেদন প্রক্রিয়া শেষে বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র তথ্যটি নিশ্চিত করেছেন।

সূত্র মতে, মঙ্গলবার (১অক্টোবর) রাত ১২টা পর্যন্ত আবেদনের শেষ সময় ছিলো। এতে ২৩০৫ আসনের বিপরীতে আবেদন করেছে ৬১হাজার ৯৪২জন শিক্ষার্থী। ফলে প্রতিটি আসনের জন্য লড়বে ২৭ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রতিটি আসনের জন্য ‘এ’ ইউনিটে ৯জন, ‘বি’ ইউনিটে ২৬জন, ‘সি’ ইউনিটে ২০ জন ও ‘ডি’ ইউনিটে ৪২ জন ভর্তিচ্ছু লড়বে।

উল্লেখ্য, পরীক্ষার প্রবেশপত্র উত্তোলন করা যাবে ১৬ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

  •  
  •  
  •  
  •  
ad0.3