রাবিতে প্রগতিশীলজোটের মিছিল ও সমাবেশ

আসাদুজ্জামান রিফাত, রাবি প্রতিনিধি:
স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রগতিশীল ছাত্রজোট। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের সামনে থেকে প্রতিবাদী মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্রজোটের দপ্তর সম্পাদক শাকিলা খাতুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, বিপ্লবী ছাত্রমৈত্রীর অর্থ সম্পাদক খালেদুর রাবি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি মিনহাজুল আবেদীন প্রমুুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৩ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক এরশাদ সরকার এদেশে ‘মুজিব খান শিক্ষানীতি’ নামে এক নব শিক্ষা সংকোচন নীতি চালু করেন। যে নীতিতে অর্থের বিনিময়ে সনদ পাওয়ার সুযোগ ছিল। চাপিয়ে দেয়া এ শিক্ষা নীতির প্রতিবাদ করায় সাধারণ শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি ও হামলা চালায় তৎকালীন স্বৈশাসক।

বক্তারা আরও বলেন, আমাদের এই স্বৈরাচার প্রতিরোধের গতিরোধ করতেই গণমাধ্যমের দ্বারা তৎকালীন স্বৈরশাসক আমাদের দেশে ‘ভালোবাসা দিবস’ নামের নব এক দিবসের উদ্ভাবন করেন। এসব কাজ করে আমাদের সৈরাচার প্রতিরোধ আন্দোলন থেকে ফেরানো যাবেনা বলেও মন্তব্য করেন বক্তারা।

  •  
  •  
  •  
  •  
ad0.3