শিক্ষক দিবস ও ভাষা দিবসে রাবি প্রশাসনের নানা কর্মসূচী

রাবি সংবাদদাতা:

ঊনসত্তুরের গণঅভ্যুত্থানকালে পাকিস্তানী সেনাদের গুলিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা স্মরণে আগামী ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জোহা দিবস ও ২১ ফেব্রুয়ারি (রোববার) শহীদ ভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষক দিবসে উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি দিন্যাপি কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৬ টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ ড. জোহার মাজার ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৭টায় আবাসিক হলসমূহসহ বিভিন্ন পেশাজীবী সমিতি ও সংগঠনের পক্ষ থেকে শহীদ ড. জোহার মাজার ও জোহা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৭ টা ১৫ মিনিটে ও সাড়ে ৭ টায় যথাক্রমে রসায়ন বিভাগ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক শহীদ ড. জোহার মাজার ও জোহা স্মৃতিফলকে পুষ্পর্স্তবক অর্পণ। সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি কার্যালয়ে আলোচনা সভা।

এছাড়া সকাল ১০ টায় সিনেট ভবনে জোহা স্মারক বক্তৃতা। এতে স্মারক বক্তা থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি। এরপর বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাত। বিকেল সাড়ে ৪ টায় শহীদ শামসুজ্জোহা হলে আলোচনা সভা ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হবে।

এদিকে ২১ ফেব্রুয়ারি (রোববার) মহান শহীদ দিবসে দিনব্যাপি গৃহিত নানা কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৭টা থেকে বিভিন্ন পেশাজীবী সমিতি, সংগঠন ও এ্যালামনাই এসোসিয়েশনের প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পশ্চিম চত্বরে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির আলোচনা সভা এবং সকাল ১০ টায় সিনেট ভবন চত্বরে চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা।

এছাড়া সকাল সাড়ে ১০টায় সহায়ক কর্মচারী সমিতি ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি এবং সাধারণ কর্মচারী ইউনিয়নের নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভা। একই সময়ে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট কমান্ডের আলোচনা সভা। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাত। সন্ধ্যা সাড়ে ৬টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের এ দু’দিনব্যাপি বিশ্ববিদ্যালয় শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে

  •  
  •  
  •  
  •  
ad0.3