ঢাবি শিক্ষার্থীরা পরীক্ষার সময় হলে থাকতে পারবে

নিউজ ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় হলে থাকতে পারবে শিক্ষার্থীরা। পরীক্ষার সময়সূচি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে শুধু মাস্টার্স এবং অনার্স শেষ বর্ষের আবাসিক শিক্ষার্থীরা আগামী ১৩ মার্চ থেকে পর্যায়ক্রমে হলে থাকার সুযোগ পাবেন। তবে পরীক্ষা শেষেই ছাড়তে হবে হল।

বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের সভায় আগামী ১৩ মার্চ হল খোলা ও শিক্ষার্থীদের অবস্থানের বিষয়ে আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

পরীক্ষার প্রবেশপত্রধারী সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীরা শুধু পরীক্ষা চলাকালে হলে অবস্থান করতে পারবেন। পরীক্ষা শেষ হলেই তাদের হল ত্যাগ করতে হবে।
তবে, করোনার কারণে মেসে অবস্থানকারী অন্য বর্ষের শিক্ষার্থীদের জন্য হলে বিকল্প ব্যবস্থা রাখতে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: