ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ!

padma

নিউজ ডেস্কঃ পদ্মা নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। মাওয়া মৎস্য আড়তে নানা সাইজের ইলিশ কিনতে ভিড় করছেন ক্রেতারা। চাহিদা বেশি থাকায় মুন্সীগঞ্জের পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তের ইলিশে দাম বেশ চড়া।

বড় ইলিশ কেজি প্রতি দর হাঁকা হচ্ছে ১৩শ’ থেকে ১৪শ’ টাকায়। আর ৭শ’ গ্রাম থেকে ৮শ’ গ্রামের নতুন ইলিশ বিক্রি হচ্ছে ৮শ’ থেকে সাড়ে ৯শ’ টাকায়।

লৌহজংয়ের উপজেলা মৎস্য অফিস ক্ষেত্র সহকারী মো. আশরাফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন থেকে ভালোভাবে সহযোগিতা করছে বলে সামনে জাটকা নিধন বন্ধ হবে।

মাওয়া মৎস্য আড়তের ইনচার্জ সিরাজুল কবির বলেন, এলাকায় কোনো জেলে জাটকা নিধন বন্ধ করতে পারছে না। যারা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

অভয়াশ্রমগুলোতে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকলেও মুন্সীগঞ্জ এর বাইরে। ইলিশের এই হাটে দুই ঘণ্টায় প্রতিদিন বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ।

  •  
  •  
  •  
  •  
ad0.3