ঘড়ি বালকের ১৫ মিলিয়ন ক্ষতিপূরণ দাবি

আন্তর্জাতিক ডেস্ক:
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘড়িকে বোমা মনে করে গ্রেপ্তার করা হয়েছিলো আহমেদ মোহাম্মদ নামে ১৪ বছর বয়সী এক মুসলিম কিশোরকে। বিশ্বজুড়ে সেই ঘটনায় সমালোচনার ঝড় উঠে। পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও তার উদ্দেশ্যে কথা বলেন। খবর ডন

এর কিছুদিন পরে শহর ত্যাগ করে আহমেদ। সেসময় করা মামলা এখনো চলছে। আর এই মামলায় আহমেদ এর আইনজীবীরা আরভিং শহর ও স্কুল কর্তৃপক্ষের কাছে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইলেন।

সোমবার আরভিং শহরের কাছে ১০ মিলিয়ন ডলার ও আরভিং ইন্ডিপেন্ডেন্ট স্কুল কর্তৃপক্ষের কাছে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে চিঠি পাঠায় তার আইনজীবীরা। আহমেদের পরিবারের আইনজীবী কেলি হলিংসওয়ার্থ এক ইমেইলের মাধ্যমে জানান, তার পরিবারের সঙ্গে যেটা হয়েছে তার জন্য কোনো অজুহাতই চলেনা। আর দীর্ঘমেয়াদে এর প্রভাব অনেক বেশি।

এদিকে আরভিং শহরের মুখপাত্র মেরিবেথ স্লোয়ন জানায়, তারা চিঠিটি খতিয়ে দেখছে এই মুহূর্তে কিছু বলার নেই তার। বর্তমানে পরিবার নিযে কাতারে বসবাস করছেন আহমেদ। কাতারের একটি ফাউন্ডেশন তাদেরকে সেখানে বসবাসের সম্পূর্ণ ব্যয় বহন করছে।

হলিংসওয়ার্থ বলেন, ‘আহমেদ যে সহায়তা সবার কাছ থেকে পেয়েছ তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু তার পরিবারের মতো সেও টেক্সাসকে মনে করে। কারণ সেটাই তো তার বাড়ি।’

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: