পাকিস্তানে ইরানি পণ্যের রফতানি বেড়েছে ৬০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের করাচিতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল আহমাদ মোহাম্মাদি বলেছেন, চলতি বছর তার দেশ থেকে পাকিস্তানে পণ্য রফতানি শতকরা ৬০ ভাগ বৃদ্ধি পেয়েছে।

করাচিতে ১৪তম পাকিস্তানি নির্মাণ শিল্প আন্তর্জাতিক প্রদর্শনীর এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। প্রদর্শনীতে ইরানের আটটি কোম্পানি অংশ নিয়েছে। তারা বলেছে, প্রতিবেশী দেশগুলোর রফতানি বাজার নিয়ে ইরানি উৎপাদনকারী ও রফতানিকারকদের জন্য নির্ভরযোগ্য সম্ভাবনা রয়েছে।

প্রতিবেশী দেশগুলোতে বিশেষ করে পাকিস্তানে যে রফতানির সুযোগ রয়েছে তাকে কাজে লাগানোর জন্য আহমাদ মোহাম্মাদি ইরানি রফতানিকারকদের প্রতি আহ্বান জানান।|

তিনি বলেন, চলমান পরিস্থিতিতে দেশের প্রতিরোধমূলক অর্থনীতির লক্ষ্য অর্জন এবং দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে হলে প্রতিবেশী দেশগুলো বিশেষ করে পাকিস্তান হতে পারে ইরানি পণ্যের উপযুক্ত গন্তব্য।

অনুষ্ঠানে ইরানের বিজনসে অ্যাটাশে বলেন, গত ২১ মার্চ থেকে মধ্য নভেম্বর পর্যন্ত পাকিস্তানে ৮৬ কোটি ডলারের পণ্য রফতানি করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3