মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জাতিসংঘ। দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংকটের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিতে যাচ্ছে সংস্থাটি।

মিয়ানমারে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কেনাট ওস্টবি নেপিদোকে চিঠি দিয়ে এ বিষয়ে সতর্ক করেছেন বলে জানা গেছে।

ওই চিঠিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সরকারের জাতিবিদ্বেষী নীতির কারণে ত্রাণ সহায়তা প্রত্যাহার করা হবে।

জাতিসংঘ জানিয়েছে, যেসব রোহিঙ্গা এখনও রাখাইনের শরণার্থী শিবিরে (ইন্টারন্যালি ডিসপ্লেসড পার্সনস বা আইডিপি ক্যাম্প) থেকে গেছে, তাদের মৌলিক মানবাধিকার ও চলাফেরার স্বাধীনতা নিশ্চিত না হলে ত্রাণ সহায়তা বন্ধ করে দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্বপরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা।

সূত্র : দ্য গার্ডিয়ান

  •  
  •  
  •  
  •  
ad0.3