দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে ট্রাম্পের প্রচারণা শুরু

আন্তর্জাতিক ডেস্ক:

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে ফ্লোরিডায় হাজার হাজার সমর্থকের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা শুরুর ঘোষণা দেন।

ট্রাম্প এসময় তার সমর্থকদের আরো চার বছরের জন্য ‘এই দলটিকে’ ক্ষমতায় রাখার আহ্বান জানান।

প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটদের কড়া সমালোচনা করে তিনি বলেছেন, ‘তারা আপনাদের দেশটাকে ছিন্নভিন্ন করার চেষ্টা করছে।

মঙ্গলবার রাতে স্ত্রী মেলনিয়াকে ট্রাম্প মঞ্চে প্রবেশ করেন। মেলানিয়া তার বক্তব্যে বলেন, আরো ছয় বছরের জন্য ফার্ষ্ট লেডি হবেন ভেবে তিনি উদ্দীপ্ত।

র‌্যালিতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, বিদায়ী প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্সসহ হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘আজ রাতে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে আমার প্রচারণার উদ্বোধন করছি। আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো আপনাদের ছেড়ে যাব না।’

বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্টকে দেখার জন্য কিছু সমর্থক সোমবার সকাল থেকেই সমাবেশ স্থলে অপেক্ষা করছিল। ওই সমাবেশস্থলের কাছেই ট্রাম্পের বিরুদ্ধে একটি সভাও হয়েছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3