আগামী বছরের মাঝামাঝি জনগণকে ভ্যাকসিন দেওয়ার আশা ভারতের

নিউজ ডেস্কঃ

আগামী বছরের শুরুর দিকেই করোনা ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশা করছে ভারত। জুলাইয়ের মধ্যে দেশের ২২-২৫ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

রোববার মন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও যুদ্ধকালীন তৎপরতায় করোনা ভ্যাকসিন সংক্রান্ত কাজ চলছে। সেজন্য একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটিও আছে। পুরো বিষয়টির দেখভাল করছে সেই কমিটি।

 

তিনি বলেন, মোটামুটি আমাদের অনুমান ও লক্ষ্য হলো- ২০২১ সাালের জুলাইয়ের মধ্যে ৪০০-৫০০ মিলিয়ন ডোজ পাওয়া এবং সেটি ব্যবহার করা। যা প্রায় ২২-২৫ কোটি মানুষকে দেওয়া হবে।

ভারত বর্তমানে শীর্ষ করোনা আক্রান্ত দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে। যদিও গত এক মাসের বেশি সময় ধরে প্রতিদিনই সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু দুটিই ভারতের দখলে। বর্তমানে ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৫ লাখ ৪৭ হাজার ৪১৩ জন। মারা গেছে ১ লাখ ১ হাজার ৮১২ জন।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: