করোনায় ৮৯.৭ মিলিয়ন ইউরো ক্ষতি য়্যুভেন্তাসের

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসের কারণে ক্ষতির মুখে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। প্রতিটি দেশের স্পোর্টস ক্লাবগুলোকে গুণতে হয়েছে আর্থিক ক্ষতি। ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাসও বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে। গত জুন পর্যন্ত অর্থ বছরের য়্যুভেন্তাসের আর্থিক ক্ষতি হয়েছে ৮৯.৭ মিলিয়ন ইউরো।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে সিরি’আ লিগ চ্যাম্পিয়নরা। তুরিনে অনুষ্ঠিত শেয়ারধারীদের বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভা শেষে জানানো হয় এ খবর।

করোনার কারণে ওই অনলাইন সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি আন্দ্রেয়া আগনেলি। এই সময় সিরি’আ লিগের নয়বারের চ্যাম্পিয়নরা জানায়, গতবারের তুলনায় এবারের ঘাটতি ৩৯.৯ মিলিয়ন ইউরো। এই সময় তুরিন জায়ান্টদের নতুন কাঠামোর ঘোষণাও দেয়া হয়েছে।

য়্যুভেন্তাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘২০২০ এর ৩০ জুন পর্যন্ত আয় ব্যয়ের হিসাব অনুমোদন করেছে সাধারণ শেয়ারধারীরা। শেয়ার প্রিমিয়াম রিজার্ভ থেকে এই ঘাটতি পূরণ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।’

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: