উপস্থাপক ল্যারি কিং করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান টেলিভিশন উপস্থাপক ল্যারি কিং। গত এক সপ্তাহ ধরে ৮৭ বছর বয়সী ল্যারি কিং হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে গতকাল শনিবার (২ জানুয়ারি) তার অসুস্থতার খবরটি প্রকাশ্যে আসে।

জানা গেছে, লস অ্যাঞ্জেলসের সিডারস-সিনাই মেডিক্যাল সেন্টারে ল্যারি কিংয়ের চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ ল্যারির সঙ্গে তার তিন ছেলেসহ পরিবারের সদস্যদের কাউকে দেখা করতে দিচ্ছে না। করোনার সতর্কতার জন্য এই কঠিন নিয়ম মানা হচ্ছে।

দ্য পিবডি অ্যাওয়ার্ড-বিজয়ী এই ব্রডকাস্টার ৫০ বছরের ক্যারিয়ারে আমেরিকার খ্যাতিমান ব্যক্তি, রাষ্ট্রপতি এবং অন্যান্য নিউজমেকারসহ বিশিষ্টজনদের সাক্ষাৎকার নিয়ে সাড়া ফেলেছেন। প্রায় ২৫ বছর ধরে তিনি সিএনএন-এ কাজ করেছেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: