মায়ানমারে খনিধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক:
মায়ানমারের উত্তরাঞ্চলে ভয়াবহ খনি ধসের ঘটনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০০ ছাড়িয়ে গেছে। খবর মায়ানমার টাইমস

ভয়াবহ এই দুর্যোগটির কারণে দেশটির কোটি কোটি মার্কিন ডলারের রত্ন ব্যবসা গভীর সংকটের মধ্যে পড়তে যাচ্ছে।

প্রত্যন্ত শহর পাকান্তের কর্তৃপক্ষ মাটির নিচ থেকে বিপুলসংখ্যক মৃতদেহ উদ্ধার করেছে। শনিবার ভোরে খনিটির বর্জ্যরে স্তুপ ধসে পড়ে। পাকান্তে বিশ্বের সবচেয়ে মূল্যবান রত্ন উৎপাদিত হয়। এই ধসের ঘটনায় যারা মারা গেছে তাদের অধিকাংশই অস্থায়ী কর্মী বলে ধারণা করা হচ্ছে। দারিদ্রের নির্মম কষাঘাত থেকে মুক্তি পাবার আশায় এরা ফেলে দেয়া খনি বর্জ্যের স্তুপে তল্লাশী চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে।

দুর্গম ও অনগ্রসর ওই এলাকায় সাম্প্রতিককালে এটাই সবচেয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা। গ্লোবাল নিউ লাইট অব মায়ানমার জানায়, সরকারি হিসেব অনুযায়ী ভূমিধসে এখন পর্যন্ত ১০৪ জন মারা গেছে। রাষ্ট্র সমর্থিত সংবাদপত্রটি বলেছে, ‘দুর্ঘটনার পর এখনও আরও অনেক লোক নিখোঁজ রয়েছেন।’

কাচিন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেক্রেটারি দাশি নাউ লন বলেন, ‘আজ উদ্ধার অভিযান চলছে এবং আমরা এখনও মৃতদেহ সংগ্রহ করছি। আমরা এখন পর্যন্ত শতাধিক মৃতদেহের সন্ধান পেয়েছি।’

কাচিন নেটওয়ার্ক ডেভিলপমেন্ট ফাউন্ডেশন এই উদ্ধার অভিযানে অংশ গ্রহণকারী একটি কমিউনিটি গ্রুপ। মায়ানমারে বিশ্বের সবচেয়ে উৎকৃষ্টমানের রত্ন উৎপাদিত হয়। সবুজাভ এই পান্না পার্শ্ববর্তী দেশ চীনে মহার্ঘ্য হিসেবে বিবেচিত হয়। চীনে এই রত্নটিকে ‘স্বর্গের রত্ন’ হিসেবে অভিহিত করা হয়।

অক্টোবরের খবর অনুযায়ী গ্লোবাল উইটনেস নামে একটি গোষ্ঠী জানায়, ২০১৪ সালে মায়ানমারেই ৩১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রত্ন উৎপাদন করে।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: