১৫ দিনের মধ্যে ১০-১৫ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি আসছে!

job

নিউজ ডেস্কঃ রেলের সক্ষমতা বৃদ্ধির জন্য আগামী ১৫ দিনের মধ্যে ১০ থেকে ১৫ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

শুক্রবার (১২ মার্চ) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন ও রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে রাজশাহী স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

রেলমন্ত্রী বলেন, লোকবল ও কাঠামোর অভাব ঘুচিয়ে সামর্থ্য বাড়ানো গেলে ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রেল যোগাযোগ আরও তরান্বিত হবে।

বিভিন্ন পক্ষ রেলের জায়গা দখল করছে অভিযোগ তুলে রেলমন্ত্রী বলেন, দখল করা জায়গা উদ্ধার করে মালামাল রাখার জন্য আইসিটি টার্মিনাল স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, ‘রাজশাহী থেকে ভারতের সঙ্গে রেল যোগাযোগের সম্ভাবতা তারা যাচাই করে দেখছেন। সবাই তো ব্যবসায়ীক চিন্তা করে। আমাদের বাংলাদেশের উপর দিয়ে কতোটুকু এলাকা চলবে, তার উপরে ট্যারিফ হবে, ভাড়া হবে। ভারতের জমির উপর দিয়ে নেপাল যেতে বহু অংশ যাবে। এটি যদি দিনাজপুরের বিরল হয়ে করা হয়, তাহলে বাংলাদেশ বেশি লাভবান হবে। ব্যবসাটা আমাদের চিন্তুা করতে হয়।’

রাজশাহী রেলওয়ে স্টেশনকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের নামে নামকরণ করার দাবির বিষয়ে রেলমন্ত্রী বলেন, ‘শহীদ এ এইচ এম কামারুজ্জামান শুধু আমাদের জাতীয় নেতাই নন, তিনি আমাদের স্বাধীনতার ইতিহাসের অংশ। এ ব্যাপারে আমাকে ফরমালি প্রস্তাব দেওয়া হলে আমরা অনুমোদন দেব।’

এর আগে শুক্রবার বেলা সোয়া ১১টায় রাজশাহী রেলভবনে মন্ত্রী নূরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রেলওয়ের কর্মকর্তা ও রেল শ্রমিক লীগের নেতারা। পরে মন্ত্রী রেলের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সাংসদ আদিবা আঞ্জুম মিতা, বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি মো. আকতার আলী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

  •  
  •  
  •  
  •  
ad0.3