বাকৃবি রোভার স্কাউটের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

বাকৃবি নিউজ:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। বাকৃবি রোভার স্কাউট গ্রুপ শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
বাকৃবি রোভার স্কাউটের সভাপতি অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে প্রক্টর অধ্যাপক ড. আতিকুর রহমান খোকন ও বাকৃবি স্কাউটার্স কাউন্সিলের সভাপতি মো. রাকিব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন ।
ড. মো. আলী আকবর বলেন, রোভার স্কাউট গ্রুপ যেকোনো দুর্যোগে  নিঃস্বার্থভাবে সেবা দিয়ে থাকে। সেবা দিতে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখিন হলেও তারা সেখান থেকে পিছ পা হয় না। আমি আশাবাদ ব্যক্ত করি, ভবিষ্যতেও যেকোনো প্রতিকূলতাকে পাশ কাটিয়ে এই রোভার স্কাউট দেশের সেবায় নিজেদের আরো এগিয়ে নিয়ে যাবে। পরে বিগত বছরে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সিনিয়র রোভারমেটদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
এসময় বাকৃবি রোভার স্কাউট গ্রুপের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: