নাটোরে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ ৫৫ হাজার টাকা জরিমানা আদায়

নাটোর প্রতিনিধি

নাটোরে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত শহরের প্রধান বাজার এলাকার রাস্তার দুপাশের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ ও ১৩টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ নায়িরুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন। এ সময় স্থানীয় সরকার , সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাসহ পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রবিবার বিকাল ৩টার দিকে শহরের ছায়াবানী মোড় থেকে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় রাস্তা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা , ফুটপাত দখল করে দোকানের মালামাল প্রর্দশন করাসহ বিভিন্ন অভিযোগে ১৩ টি প্রতিষ্ঠানের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, হেলাল ফলঘর, সাগর ট্রেডার্স, ইয়ামিন হোটেল, ঘরোয়া হোটেল, টুলু ফল ভান্ডার, সাধন ফল ঘর, বিশ্বাস ইলেকট্রনিক্স, সফল ক্লথ স্টোর, আক্তার ক্লথ স্টোর, নাটোর বিরিয়ানী হাউজ, জিএম এন্টার প্রাইজ, নোমান ভ্যারাইটিস ও ভাই ভাই বেডিং।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দন্ডবিধির ২৯১ ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে। শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
ad0.3