শিক্ষা প্রতিষ্ঠানে শেখ হাসিনার ১০০ ভাষণের বই সংগ্রহে রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাছাই করা একশটি ভাষণের সংকলিত বই সংরক্ষণে রাখতে দেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় কলেজকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মঙ্গলবার (২৬ জুন) মাউশির সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, সংকলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিন্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন এবং জনকল্যাণমুখী কর্মসূচি বা পরিকল্পনার পরিচয় পাওয়া যাবে। এ অবস্থায় সংকলনটি রেফারেন্স বই হিসেবে শিক্ষা অফিস, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

সাড়ে পাঁচশ পৃষ্ঠার সচিত্র সংকলনটি জিনিয়াস পাবলিকেশন্স প্রকাশ করেছে বলে আদেশে জানানো হয়।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: