নিবন্ধন করা হবে দেশে আটকা পড়া ও বিদেশ ফেরত কর্মীদের

নিউজ ডেস্কঃ

দেশে আটকা পড়া ও বিদেশ ফেরত সব কর্মীদের সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নেয়ার লক্ষ্যে নিবন্ধন করার উদ্যোগ নিয়েছে সরকার।
মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে।

এতে বলা হয়, দেশে ছুটি কাটাতে আসা প্রবাসী কর্মীদের অনেকেই করোনার কারণে সময় মত কর্মস্থলে ফেরত যেতে পারেনি। আবার অনেকে বিদেশে কাজ হারিয়ে দেশে ফেরত এসেছেন। অনেক কর্মীর এরইমধ্যে ভিসা/ইকামা/ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে।

এ পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে বিদেশ প্রত্যাগমনেচ্ছু কর্মীদের ভিসা/ইকামার মেয়াদ বৃদ্ধি এবং ফ্লাইটের সংখ্যা বাড়ানো বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে অদূর ভবিষ্যতে এসব বিষয়ে কার্যকর কূটনৈতিক প্রচেষ্টাসহ বিদেশ ফেরত ও আটকা পড়া কর্মীদের সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ ধরনের কর্মীদের নিবন্ধনের উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়েছে।

এ প্রক্রিয়ায় প্রাপ্ত তথ্য কূটনৈতিক তৎপরতা ও প্রাসঙ্গিক কার্যক্রম গ্রহণে সহায়ক হবে। বিদেশ প্রত্যাবর্তনে ইচ্ছুক এ ধরনের সব কর্মীকে অবিলম্বে বিএমইটির ওয়েবসাইটের লিংকে অনলাইনে রেজিস্ট্রেশন করার অনুরোধ করা হয়েছে। এর জন্য কোনো ফি’র প্রয়োজন হবে না।

এ বিষয়ে প্রয়োজনে নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে (ডিইএমও) যোগাযোগ করা যেতে পারে। ডিইএমও সংক্রান্ত তথ্যের জন্য বিএমইটির ওয়েবসাইট ভিজিটের জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: