বাবুনগরীর বিরুদ্ধে ৩ মামলা

babu

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।

চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ মামলাগুলো দায়ের করে পুলিশ। এ নিয়ে ২৬ মার্চের সহিংসতার ঘটনায় মোট ৯টি মামলা হলো।

গত বৃহস্পতিবার হাটহাজারী থানায় মামলা তিনটি হলেও তা প্রকাশ হয়েছে সোমবার (২৬ এপ্রিল)।

মামলা তিনটি হলো:
১. হাটহাজারী মডেল থানার মামলা-২৭, তারিখ-২১/০৪/২০২১
ধারা-১৮৬/৩৫৩/৩৬৪/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড
বাদী- ওয়াচার কনস্টেবল ১০১৫ মো: সোলায়মান
এজাহারনামীয়- ১৬ জন, অজ্ঞাতপরিচয় ১৫০/২০০

২. হাটহাজারী মডেল থানার মামলা- ২৮, তারিখ- ২১/০৪/২০২১
ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন- ১৫ (৩)
বাদী- পুলিশ পরিদর্শক (নি:) মোহাম্মদ আমীর হোসেন
এজাহারনামীয়- ৭৪ জন, অজ্ঞাতপরিচয় ২৫০০/৩০০০

৩. হাটহাজারী মডেল থানার মামলা-২৯, তারিখ- ২১/০৪/২০২১
ধারা-১৪৩/১৪৭/১৪৯/১৮৬/৩৫৩/৩৪১/৪৩৫/৪৪০/১০৯ পেনাল তৎসহ ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী (সং/১৩) আইন ৬ (২) এর (অ)/ ৬ (২) এর (আ)/১০/১২/১৪
বাদী- এসআই (নি:) মো. হারুনুর রশিদ
এজাহারনামীয়- ৫৮ জন, অজ্ঞাতপরিচয় ২৫০/৩০০

  •  
  •  
  •  
  •  
ad0.3