কুড়িগ্রামে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
নানা আয়োজনে কুড়িগ্রামে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সমানে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজমোড়স্থ টাউনহলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ প্রমূখ।

বক্তারা জানান, জনগণের দোরগোড়ায় সহজে দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দেবার লক্ষ্যে বর্তমান সরকার এটুআই কর্মসূচির আওতায় সকল ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে ডিজিটাল সেন্টার (ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র) স্থাপন করে। এই সেবা প্রদানে বিভিন্ন অভিজ্ঞতার উপর উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপি মতবিনিময় সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

  •  
  •  
  •  
  •  
ad0.3