মসজিদে জায়গা না হওয়ায় চার্চে জু’মার জামাত জার্মানিতে

আন্তর্জাতিক ডেস্কঃ
প্রায় দুই মাস বন্ধ থাকার পর জার্মানিতে ৪ মে থেকে খুলে দেওয়া হয়ছে মসজিদ, চার্চসহ সকল ধর্মীয় উপাসনালয়গুলো। তবে সব জায়গায় স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্বের বিধান মেনে চলতে হবে এমন শর্ত দিয়ে দিয়েছে সরকার।
জানা গেছে, এদিনে অন্যদিনগুলোর চেয়ে বেশি মানুষ জুমার নামাজ আদায় করতে দার-উস-সালাম মসজিদে আসেন। আর সেখানে সবাইকে জায়গা দেয়া সম্ভব না হওয়ায় সমস্যা সমাধানে এগিয়ে আসে পাশের মার্থা লুথারান চার্চ কর্তৃপক্ষ।
চার্চের যাজক মনিকা ম্যাথিয়াস বলেন, এই সংকটময় পরিস্থিতির মধ্যে এখানে যা হচ্ছে তা সবার জন্যই আশীর্বাদ। করোনা আমাদের একে অপরকে আরও কাছে থেকে জানার সুযোগ তৈরি করে দিয়েছে। সামনে কেমন দিন আসছে জানি না, তবে আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও মজবুত হচ্ছে এটা বলতে পারি।
এদিকে, দার-উস-সালাম মসজিদের ইমাম মোহাম্মদ তাহা সাবরি বলেন, করোনার কারণে বিশেষ করে জুমার দিনে মসজিদে সবাইকে জায়গা দেয়া যাচ্ছিল না। চার্চ কর্তৃপক্ষ এখানে নামাজ আদায়ের অনুমতি দিয়ে সম্প্রীতির অনন্য নজির দেখিয়েছেন।