হাঁটু পানিতে দাঁড়িয়ে হাজারো মানুষের ঈদের নামাজ

Eid in water

নিউজ ডেস্কঃ

সুপার সাইক্লোন আম্পানের কারণে সব খানে শুধু পানি আর পানি। ঈদের দিনও তার ব্যতিক্রম নয়। সকাল হতেই হাজারো মানুষ দল বেঁধে চলে এসেছে বাঁধ রক্ষার কাজে। মাঝে ঝুড়ি কোদাল রেখেই হাঁটু পানিতে পড়ে নিতে হলো ঈদের নামাজ।

কারো মুখে নেই হাসি, নেই আনন্দ ভাগাভাগি করার চিত্র। সবার মুখে ফুটে উঠেছে হতাশার এক করুন দৃশ্য। প্রকৃতির এমন ভয়াবহ আচরণের কাছে অসহায় এসব মানুষ। তবে ঈদের নামাজে দাঁড়িয়ে কণ্ঠে কান্না মেখে সৃষ্টিকর্তার কাছে চাইলেন মুক্তি।

সোমবার (২৫ মে) বেলা সাড়ে দশটায় কয়ড়া উপজেলার ২নং কয়রা নদী ভাঙন পাড়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন কয়রা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আ খ ম তমিজ উদ্দিন।

হাজারো মানুষের অংশগ্রহণে নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়।

ঝড় ও বন্যার কারণে কয়রা উপজেলার প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল লবণ পানিতে প্লাবিত হয়েছে। বাঁধ ভেঙে জোয়ারের পানিতে ছোটোবড়ো ৫ হাজার মাছের ঘের ভেসে গেছে। অভ্যন্তরীণ প্রায় ৭ কিলোমিটার রাস্তা বিধ্বস্ত হয়েছে। জোয়ার ভাটার পানিতে আটকা পড়েছে লক্ষাধিক মানুষ। খাদ্য ও খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

 

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: