ডেস্কটপে চালানো যাবে হোয়াটসঅ্যাপ!

তথ্যপ্রযুক্তি ডেস্ক:
এক বছর আগে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালু করেছিল জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তবে তা করতে হতো ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব পেইজে ঢুকে। পৃথক কোনো অ্যাপ ছিল না। এবার ডেস্কটপ থেকেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

অর্থাৎ মোবাইলে যেভাবে হোয়াটসঅ্যাপ অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করা যায়, ডেস্কটপেও একই ভাবে ওই অ্যাপটি ব্যবহার করা যাবে। অ্যাপসের ক্ষেত্রে ফেসবুকের এই সংস্করণ একেবারেই নতুন।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, হোয়াটসঅ্যাপ-এর নতুন ডেস্কটপ অ্যাপে গ্রাহকরা ডেস্কটপেই মেসেজিং, ফোনকলসহ হোয়াটসঅ্যাপের বিভিন্ন সেবা পাবেন। শুধুমাত্র ডেস্কটপেই এই অ্যাপস সাপোর্ট করবে। এছাড়া ডেস্কটপ নোটিফিকেশন, কি-বোর্ড শর্টকাট এর মতো অন্যান্য সুবিধাও পাওয়া যাবে এতে।

অ্যাপস ডাউনলোড করতে ডেস্কটপ ব্রাউজারে ভিজিট করতে হবে `www.whatsapp.com/download`-এ। এরপর অ্যাপ-এ ঢুকে QR code স্ক্যান করতে হবে। তবে হোয়াটসঅ্যাপ-এর ডেস্কটপ অ্যাপ পাওয়া যাবে শুধুমাত্র উইন্ডোজ ৮ ও বা তারচেয়ে বেশি ভার্সন অথবা Mac OS 10.9 ভার্সনে।

  •  
  •  
  •  
  •  
ad0.3