ডাকলেও আইপিএল খেলবো না: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক:
শনিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১১তম আসর। ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে উত্তেজনা ও আকর্ষণীয় এই প্রতিযোগিতা থেকে যদি আমন্ত্রণও আসে, তবু খেলবেন না বলে জানিয়েছেন শহীদ আফ্রিদি।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন নতুন খবর নয়। প্রতিবেশী দুই দেশের রাজনীতির ছায়া পড়েছে ক্রিকেটেও। তাই আইপিএলে খেলার ‍সুযোগ পান না পাকিস্তানি ক্রিকেটাররা। ওয়াকার ইউনুস তাতে সুফলই খুঁজে পেয়েছেন। দিন দুয়েক আগে সাবেক পাকিস্তানি পেসারের মন্তব্যে সারমর্ম ছিল, আইপিএল না খেলার কারণেই পাকিস্তানের টি-টোয়েন্টিতে এত সাফল্য। আইপিএল না খেলে বিশ্রাম পাওয়ায় সতেজ হয়ে খেলতে পারছেন খেলোয়াড়রা।’

আফ্রিদির মন্তব্যটা এসেছে অবশ্য অন্যভাবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের চরমান অস্থিরতা নিয়ে টুইটারে কঠোর সমালোচনা করেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার। তারই ধারাবাহিকতায় এবার ‘পাকপ্যাশন ডট নেট’ নামের এক সংবাদমাধ্যমে কথা বলেছেন আফ্রিদি। ওই সংবাদমাধ্যমকে উদ্ধৃতি করে আফ্রিদির বক্তব্য ছেপেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ক্রিকেটনেক্সট’। যেখানে আফ্রিদি বলেছেন, ‘আমার টুইটারের কিছু প্রতিক্রিয়ায় মোটেও চিন্তিত নই। আমার বিশ্বাস আমি সত্য বলেছি, আর সত্য বলার অধিকার আমার আছে।’

নিজের জায়গায় তিনি কতটা দৃঢ়, সেটা বুঝিয়ে দিয়েছেন আইপিএল নিয়ে করা বক্তব্যে, ‘এমনকি আমাকে আইপিএলে আমন্ত্রণও জানালেও আমি যাব না। আমার পিএসএল (পাকিস্তান ‍সুপার লিগ) অনেক বড়, আর একটা সময় আসবে যখন আইপিএলকেও ছাড়িয়ে যাবে এটা। পিএসএল আমি উপভোগ করি, তাই আইপিএলের কোনও দরকার নেই আমার। ওখানে আমার আগ্রহ নেই, আর কখনও ছিলও না।’

আফ্রিদির দেশপ্রেম আরও ফুটে ওঠে এই কথায়, ‘আমার দেশের আমি একজন সৈনিক। আমার দেশই আমার সম্মান, এবং পাকিস্তান আমার কাছে সবকিছু। ক্রিকেটার না হলে আমি সেনাবাহিনীতে যোগ দিতাম।’

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির নিয়ে আফ্রিদির টুইটটা ছিল এমন, ‘আতঙ্ক ও ভীতি ছড়ানো অবস্থা বিরাজ করছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে। স্বাধীনতার কণ্ঠরোধ করতে অত্যাচারী সরকার গুলি করে মেরে ফেলছে নিরীহ মানুষদের। অবাক হচ্ছি, কোথায় ইউএন (জাতিসংঘ) ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা। কেন তারা এই রক্তপাত বন্ধ করছে না?’

সূত্র: DNA India

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: