আগামী মার্চেই আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি!

স্পোর্টস ডেস্ক:

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি আর্জেন্টিনা দলের অধিনায়ক ও বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি।

আসছেন, আসবে করতে করতে প্রায় ছয় মাস ধরে জাতীয় দলের বাইরেই তিনি। অবশেষে সম্ভাবনা জেগেছে মেসির জাতীয় দলে ফেরার। ধারণা করা হচ্ছে আগামী মার্চ মাদ্রিদের মাঠে আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন ঘটবে মেসির।

ভেনেজুয়েলার বিপক্ষে আগামী মার্চ মাসে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচেই ফিরবেন মেসি, এমনটাই জানাচ্ছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো।

ম্যাচের প্রতিপক্ষ ঠিক হলেও এখনো জানা যায়নি কবে হবে ম্যাচটি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে ম্যাচটি অনুষ্ঠিত স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটনে।

স্থায়ীভাবে আর্জেন্টিনা ফুটবল দলের কোচ হওয়ার পর এটিই হতে যাচ্ছে লিওনেল স্কালোনির অধীনে আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচ। ম্যাচটি হতে পারে বিশ্বকাপের পর আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিরও প্রথম ম্যাচ।

মার্চে ভেনেজুয়েলা ছাড়াও আরো একটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে স্কালোনির শিষ্যদের। এখনো পর্যন্ত সে ম্যাচের প্রতিপক্ষ ঠিক হয়নি। তবে জোর গুঞ্জন রয়েছে পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এছাড়া কোপা আমেরিকাকে সামনে রেখে মে মাসের শেষ দিকে কিংবা জুনের শুরুর দিকে আরও কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

  •  
  •  
  •  
  •  
ad0.3