শেষ মুহূর্তের গোলে বছরের প্রথম জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক:

স্প্যানিশ লা লিগায় চলতি বছরের শুরুটা ভালো করতে পারেনি রিয়াল মাদ্রিদ। বছরের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করার পরে, রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হেরেই গিয়েছিল সান্তিয়াগো সোলারির দল।

আবারো জয়হীন থাকার শঙ্কা দেখা দিয়েছিল রিয়াল বেটিসের বিপক্ষে লিগে বছরের তৃতীয় ম্যাচেও। তবে দানি সেবায়োসের একদম শেষ সময়ের গোলে লা লিগায় চলতি বছরে নিজেদের প্রথম জয় পেয়েছে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সেরা দলটি।

বেটিসের ঘরের মাঠ বেনিতো ভিলামারিনোতে ম্যাচের প্রথম গোলটা পেয়েছিল রিয়াল মাদ্রিদই। ম্যাচের ১৩তম মিনিটে দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন দুর্দান্ত ২০১৮ সাল কাটানো মদ্রিচ।

এই এক গোলের লিড নিয়েই প্রথমার্ধ পার করে দেয় রিয়াল। দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচে সমতা আনেন বেটিসের স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও ক্যানালেস। যা তারা ধরে রাখতে সক্ষম হয় নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকা পর্যন্ত।

ম্যাচের একদম শেষ দিকে, ৮৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন রিয়ালের স্প্যানিশ মিডফিল্ডার সেবায়োস। একইসাথে দলের পূর্ণ তিন পয়েন্টও নিশ্চিত করে দেন তিনি।

১৯ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ। দিনের প্রথম ম্যাচে এইবারকে ৩-০ গোলে হারিয়ে সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। একইসংখ্যক ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদের অবস্থান দ্বিতীয়।

  •  
  •  
  •  
  •  
ad0.3