এমন হার কষ্টদায়ক, লজ্জাজনক নয় : সাকিব

স্পোর্টস ডেস্ক:

পাঁচ দিনের ম্যাচে বৃষ্টির পেটেই চলে গিয়েছে প্রায় ১১০ ওভারের বেশি। যা কাজটা সহজ করে দিয়েছিল বাংলাদেশ দলের জন্য। তবু এই ১১০ ওভার কম খেলেই বাংলাদেশকে ২২৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। শুধু হারিয়েছে বললে আসলে ভুল বলা হবে, প্রতিটা সেশনে বাংলাদেশকে পেছনে ফেলে দাপুটে এক জয়ই পেয়েছে আফগানরা।

ম্যাচের প্রথমদিন টস জয় থেকে শুরু করে, পঞ্চমদিন সৌম্য সরকারের উইকেট নেয়া পর্যন্ত- পুরো ম্যাচেই বাংলাদেশ দলকে চাপে রেখেছে সফরকারীরা। শেষমেশ অবস্থা এমন হয়েছে যে দুই স্বীকৃত ব্যাটসম্যান সাকিব আল হাসান ও সৌম্য সরকার উইকেটে থাকার পরেও, ৪ উইকেট হাতে নিয়ে মাত্র ১৮.৩ ওভার খেলতে পারেনি বাংলাদেশ।

টেস্ট ক্রিকেটে মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নামা একটা দলের বিপক্ষে ঘরের মাঠে এমনভাবে নাকাল হওয়াটা কি লজ্জাজনক? কী ভাবছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান? তার উত্তর, ‘(এই হার) একটুও লজ্জাজনক বলে আমার মনে হয়নি। কষ্টদায়ক অবশ্যই, তবে লজ্জাজনক নয়।’

এ সময় টেস্ট ক্রিকেট তথা যে কোনো ফরম্যাটেই ধারাবাহিকভাবে ভালো খেলতে হলে, নিজেদের কোয়ালিটি বাড়ানোর দিকে ইঙ্গিত দেন সাকিব। তিনি বলেন, ‘আমরা যদি ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই, আমাদের প্লেয়ারদের কোয়ালিটি আরও বাড়াতে হবে। তা না হলে সুবিধা বা ফেভার এই জিনিসগুলো নিয়েই আসলে রেজাল্ট করতে হবে।’

অনেক কথার ভিড়ে সাকিব আরও বলেন, ‘আমরা কিন্তু কোনো ফরম্যাটেই খুব একটা ভালো না। টি-টোয়েন্টিতে তো আফগানিস্তানেরও নিচে, এখন ওই ফরম্যাটে কি উন্নতি লাগবে না? টেস্টে তো তাও অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে হারিয়েছি। টি-টোয়েন্টিতে তো কাছেও যেতে পারি না কোনো দলের।’

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: