মেসি অনুপস্থিত বার্সার করোনা পরীক্ষায়

নিউজ ডেস্কঃ

মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের করোনা পরীক্ষা শুরু করেছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। কিন্তু সেই পরীক্ষায় উপস্থিত হননি দলটির সেরা খেলোয়াড় লিওনেল মেসি।

গত মঙ্গলবার বার্সেলোনার সাথে দীর্ঘ ১৯ বছরের সর্ম্পকের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন মেসি। সে কারণেই বার্সার প্রাক-মৌসুম খেলোয়াড়দের বাধ্যতামূলক করোনা পরীক্ষায় অনুপস্থিত থাকেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, স্থানীয় সময় সকাল ১০টায় দলের খেলোয়াড়দের ক্লাবের অনুশীলন মাঠে করোনা পরীক্ষায় উপস্থিত থাকতে বলা হয়। কিন্তু সেখানে আসেননি মেসি।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের পর বুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাব ছাড়ার ঘোষণা দেন মেসি। কিন্তু ২০২০-২১ মৌসুম পর্যন্ত বার্সার সাথে চুক্তি আছে তার। তাই এখন মেসির বার্সা ছাড়া নিয়ে শুরু হয়েছে জটিলতা।

কারণ মেসির বাই-আউট ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। কিন্তু বাই-আউট অকার্যকর করে বিনা মূল্যে অন্য ক্লাবে যেতে চান মেসি। কিন্তু বার্সেলোনা ক্লাব বলছে, বাই-আউটের সময় পেরিয়ে গেছে। এখন যেতে হলে, রিলিজ ক্লজের পুরো অর্থ পরিশোধ করতে হবে।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: