টস হেরে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহরা

নিউজ ডেস্কঃ

করোনা পরিস্থিতিতে বিসিবি প্রেসিডেন্টস কাপের মধ্য দিয়ে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ রোববার মাঠে গড়িয়েছে তিন দলের এই ওয়ানডে টুর্নামেন্ট। ম্যাচে টস জিতে মাহমুদউল্লাহ একাদশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন শান্ত একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ম্যাচটির লাইভ স্ট্রিম করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ম্যাচটির টসের আগে আকাশ মেঘলা ছিল, কাভারে ঢাকা ছিল উইকেট। তবুও যথাসময়ে মাঠে নামতে পেরেছেন ক্রিকেটাররা। ম্যাচ শুরুর আগে ঝলমলে রোদ মিরপুরের আকাশে। করোনায় প্রাণ হারানো ক্রিকেট ব্যক্তিত্বদের জন্য নীরবতা পালন করার পর বেলুন উড়িয়ে শুরু হয় বিসিবি প্রেসিডেন্টস কাপ।

টুর্নামেন্টে প্রতি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। আগামী ২৩ অক্টোবর হবে টুর্নামেন্টের ফাইনাল। সব ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। খেলা শুরু হবে দুপুর দেড়টায়। টুর্নামেন্টের ফাইনাল সরাসরি টিভিতে সম্প্রচার করা হবে। এ ছাড়া বাংলাদেশ বেতারে টুর্নামেন্টের খেলাগুলোর ধারা বিবরণী পাওয়া যাবে।

মাহমুদউল্লাহ একাদশ:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, আবু হায়দার, মেহেদী হাসান মিরাজ, রকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

স্ট্যান্ড বাই : সানজামুল ইসলাম, হাসান মুরাদ।

শান্ত একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: